দৃষ্টির উদ্যোগে ও এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সীস ইন বাংলাদেশের (এডাব) আর্থিক সহায়তায় নগরীর ১২, ২৩ ও ২৪ নং ওয়ার্ডে সাধারণ জনগণের মাঝে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন দৃষ্টির প্রধান নির্বাহী হেলাল উদ্দিন মাহবুব।
পরবর্তীতে কর্মসূচিটি স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সম্পাদন করা হয়। এ সময় সাধারণ জনগণকে ঘরে ও বাইরে নিয়মিত মাস্ক ব্যবহার ও বাইরে থাকাকালীন কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের জন্য উৎসাহ প্রদান করা হয়। পরবর্তীতে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্য নগরীর উক্ত ওয়ার্ড সমূহে মাইকিং কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাইকিংয়ের মাধ্যমে জনগণকে নিয়মিত সাবান দিয়ে ২০ সেকেন্ড পরপর হাত ধোয়া, জনসমাগম স্থল এড়িয়ে চলা, তিনফুট সামাজিক দূরত্ব নিশ্চিত করা প্রভৃতি বিষয়ে সচেতন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।