আরয করলেন, ‘হে আমার রব! আমার জন্য কোন নিদর্শন করে দিন; এরশাদ করলেন, ‘তোমার নিদর্শন এ-ই যে, তিন দিন পর্যন্ত তুমি লোকজনের সাথে কথাবার্তা বলবে না।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:৪১) সূরা আ-ল-ই ‘ইমরান’।
যে ব্যক্তি রমজানের রোজা রাখার পর শওয়ালের ছয়টি রোজা রাখে, উহা তাহার জন্য সমস্ত বছর রোজা রাখার সমতুল্য হয়।
– আল-হাদিস (মোসলেম)।
অশোভন আবেগকে যে প্রশ্রয় দেয় না সে জীবনে সম্মান পেতে পারে।
– মিচেল ব্রুস।