নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করছেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর এম আশরাফুল আলম। এমএসকে ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ আবু ছৈয়দ সওদাগর, রোটারিয়ান অধ্যক্ষ আনোয়ার হোসাইন মানিক, সংগঠক মোহাম্মদ সাইফুদ্দিন, ব্যাংকার মহিতুল ইসলাম আদিল ও ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী প্রমুখ।
ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণকালে এম আশরাফুল বলেন, করোনাকালের এই কঠিন পরিস্থিতিতে অসহায় ও দুস্থদের সাহায্যার্থে বিত্তবানদের এগিয়ে আসা নৈতিক দায়িত্ব। তিনি এমএসকে ফাউন্ডেশনের মানবিক উদ্যোগকে স্বাগত জানান। প্রেস বিজ্ঞপ্তি।












