শাহাদাতসহ নেতৃবৃন্দের মুক্তি দাবি

বাকলিয়ায় বিএনপির বিক্ষোভ

| রবিবার , ১৮ এপ্রিল, ২০২১ at ১০:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে বাকলিয়া থানা বিএনপি। গত শুক্রবার বিকেলে বাকলিয়া থানা বিএনপির উদ্যোগে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
থানা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. এম আই চৌধুরী মামুনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অবিলম্বে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের নিঃশর্ত মুক্তি দাবি জানানোর পাশাপাশি মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন এস এম সেলিম, এটি এম ফরিদ, ইয়াকুব চৌধুরী নাজিম, হাজী ইউনুচ, সৈয়দ তানভীর হায়দার, এম জি আজম, সিরাজুল ইসলাম চৌধুরী, আসাদুর রহমান টিপু, আজাদ খান, নুর উদ্দিন, মো. নবী, দুলাল সওদাগর, রেজিয়া বেগম মুন্নি, রেনুকা বেগম, মো. ইউনুচ, মো. বাবুল, মো. জামশেদ, মো. সাঈদ খান, বাবুল সওদাগর, আমিন মোল্লা, মো. মোবারক, মো. সাত্তার, মো. কামাল, মো. শাহীন, মো. ইমন, মোস্তফা হুজুর, ওয়াসিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধহালিশহর এ ব্লকে চসিকের ক্রাশ প্রোগ্রাম
পরবর্তী নিবন্ধবিত্তশালীদের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো