শোকস্তব্ধ চলচ্চিত্র অঙ্গন

| রবিবার , ১৮ এপ্রিল, ২০২১ at ১০:১৯ পূর্বাহ্ণ

করোনা আক্রান্ত হয়ে ১৩ দিনের মাথায় শুক্রবার দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিলেন চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’ কবরী। কবরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চলচ্চিত্রের নবীন-প্রবীণ শিল্পীরা শোকস্তব্ধ হয়ে পড়েন।
তার এভাবে চলে যাওয়া যেন কেউই মেনে নিতে পারছেন না। অনেকে বরেণ্য এই অভিনেত্রীকে শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে শোক প্রকাশ করেছেন। তার স্মৃতি মনে করে অনেকে আবেগি হয়ে পড়েছেন।
চিত্রনায়ক শাকিব খান ফেসবুকে কবরীকে স্মরণ করে লেখেন, ‘কিংবদন্তি এই মানুষটির সঙ্গে আমার অসংখ্য স্মৃতি। যখনই দেখা হতো আমাকে স্নেহ করতেন। তার সময়কার বিভিন্ন স্মৃতি শেয়ার করতেন। কবরী আপার মৃত্যুতে প্রিয় অভিনেত্রী হারানোর পাশাপাশি একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছি। ’ কণ্ঠশিল্পী কনক চাঁপা লেখেন, ‘আসলেই আর পারছি না! কবরী আপা নেই। ঘণ্টা পাঁচেক আগে দোয়া চেয়ে স্ট্যাটাস দিলাম আর এখনই এটা শুনলাম! এভাবেই আমরা একে একে হারাবো আমাদের প্রিয়জনকে! প্রিয়জন চলে গেলে পাঁজরটাই মনে হয় ভেঙে যায়। ’শোক প্রকাশ করে অভিনেত্রী মাহিয়া মাহি লেখেন, ‘করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন আমাদের প্রিয় অভিনেত্রী ‘মিষ্টি মেয়ে’ সারাহ বেগম কবরী আপা।’
অভিনেতা চঞ্চল চৌধুরী লেখেন, ‘কবরী আপা নেই! আমাদের স্বপ্নের নায়িকা, কোন অনুষ্ঠানে প্রথম দেখা হয়েছিল মনে নেই। শেষ যে বার দেখা হয়েছিল তার সাথে, আবদার করেছিলাম একটা ছবি তোলার- খুব স্পষ্ট মনে আছে, বলেছিলেন চঞ্চল, আমি তোমার ‘মনপুরা’র ভক্ত’। ভালো থাকবেন কবরী আপা। কয়েক দিন ধরেই আপনার সাথে তোলা ছবিগুলো খুঁজছিলাম। এখন পেলাম, যখন আপনি অনেক দুরে…।’ চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম লেখেন, ‘ওপারে আপনি ভালো থাকুন, বিদায় কিংবদন্তি। ’ ‘মৃত্যু সবচেয়ে বড় সত্য, কিন্তু এতো অবিশ্বাস্য কেনো? আমাদের সবার মৃত্যু হবে জেনেও মানতে ইচ্ছে করেনা কেনো? পৃথিবীতে হয়তো এমন অনেক কেনোর কোনো উত্তর নেই।

কবরী একজনই হয় মৃত্যুর খবর শুনে কাঁদলেন শাবানা
শাবানা ও কবরী; দীর্ঘদিনের সহকর্মী ছিলেন এই দুই নায়িকা। ছিলেন একে অন্যের সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বীও। নায়ক রাজ্জাকের সঙ্গে দুজনের জুটি হওয়া নিয়েও কঠিন প্রতিযোগিতা হয়েছে। তবু পর্দার বাইরে দুজনে ভালো বন্ধুও ছিলেন। একে অন্যের কাজের সমালোচক ছিলেন।
কবরীর মৃত্যুর খবর শুনেছেন আমেরিকায় স্থায়ী হওয়া অভিনেত্রী শাবানাও কেঁদে উঠলেন। কান্নাভেজা কণ্ঠে বললেন, ‘কবরী একজনই হয়….!’
এমন তথ্যই জানালেন দেশের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। তিনি ফেসবুকে লিখেছেন, ‘কবরী আপুর মৃত্যুর কথা যখন শাবানা আপাকে বললাম তিনি অনেকক্ষণ কোনো কথা বলেননি। তারপর কান্নাভেজা কণ্ঠে বললেন, ‘কবরী একজনই হয়।’ লিজেন্ডদের প্রতি লিজেন্ডদের অসাধারণ রেসপেক্ট।’

কবরীকে মূল্যায়ন করার মতো ধৃষ্টতা আমার নেই
কিংবদন্তি অভিনেত্রী কবরীর মৃত্যুতে শোকাহত তার দীর্ঘদিনের সহকর্মী চিত্রনায়ক আলমগীর। এ অভিনেতা জানান, প্রায় ২৫টির মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। তাদের ‘লাভ ইন সিমলা’ সিনেমাটি প্রেমের সিনেমায় একটি মাইলস্টোন।
আবেগী কণ্ঠে আলমগীর বলেন, ‘কবরীর সঙ্গে আমার ৫০ বছরের স্মৃতি। কোনটা রেখে কোনটা বলবো! প্রতিদিনি ঝগড়া হতো দুই-তিন বার করে, আবার মিলেও যেতাম। এরকম একটা বন্ধুত্ব ছিল ওনার সঙ্গে। অত্যন্ত স্নেহ করতেন। আমরা তিন জন একটা গ্রুপ ছিলাম। সত্তর দশকের কথা বলছি। আমি, চিত্রগ্রাহক মাহফুজ আর কবরী তিন জনের একটা গ্রুপ ছিল। আমরা খুব আড্ডা মারতাম একত্রে। কবরীর বাসাতেই আড্ডা মারতাম। তারপর গাড়ি নিয়ে বের হতাম। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে খাওয়াতে নিয়ে যেতেন।’
আলমগীর বলেন, ‘মানুষ কবরীকে আমি মূল্যায়ন করতে চাই। কবরীর তুলনা কবরী নিজেই। তিনি সজ্জন ছিলেন কিন্তু অভিনেত্রী কবরীকে মূল্যায়ন করার মতো ধৃষ্টতা আমার নেই’।

আমাদের প্রথম যুগের বড় তারকা
ঢাকাই সিনেমার মিষ্টি মেয়ে সারাহ বেগম কবরীর মৃত্যুতে জয়া আহসান তার ফেসবুকে লেখেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র যে খুব প্রশস্ত একটা রাজপথে উঠে গেছে, তা তো নয়। তবু আমরা যারা এর বন্ধুর পথ ধরে হাঁটছি, সেটি যাঁদের কষ্টে তৈরি হয়েছে কবরী তাঁদের একজন। কোত্থেকে এসে সারা দেশের চিত্ত জয় করেছিলেন নিমেষে। পাকিস্তান আমলের উর্দু ছবির রাজত্বে তিনি আর রাজ্জাক বাংলা ছবিকে কী জনপ্রিয়ই না করে তুলেছিলেন। তাঁর চরিত্রের মধ্যে বাঙালি মেয়ের সজল প্রতিচ্ছবি পেয়েছিলেন দর্শকেরা। কবরী আমাদের প্রথম যুগের বড় তারকা। আকাশে জ্বলজ্বল করবেন সব সময়।’

পূর্ববর্তী নিবন্ধভালোই হলো তামিমদের ব্যাটিং অনুশীলন
পরবর্তী নিবন্ধরাজ্জাক-কবরী জুটিকে মানুষ কখনো ভুলবে না