শ্রীলংকা সফরে নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষ করেছে টাইগাররা। আজ ম্যাচের দ্বিতীয় দিন। গতকাল প্রথম দিনে তামিমরা নিজেদের ব্যাটিং প্রস্তুতি বেশ ভালোই সেরেছেন। তামিমের ব্যাটে দেখা গেছে ওয়ানডের আগ্রাসন। সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ব্যাটে এসেছে ফিফটি। রান পেয়েছেন নুরুল হাসান সোহানও। ৮০ ওভার হওয়ার আগেই দলের রান তাই পেরিয়ে যায় তিনশ। সারা দিনে বোলাররা নিতে পারেন কেবল মাত্র ১টি উইকেট। শ্রীলংকায় নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে তাই বলা যাবে না খারাপ হয়েছে ব্যাটসম্যানদের অনুশীলন। কাতুনায়েকের সিএমসিসি গ্রাউন্ডে গতকাল শনিবার ৭৯.২ ওভার খেলে বাংলাদেশ লাল দলের রান উঠেছে ৬ উইকেটে ৩১৪। তবে কথা আছে। ছয় ব্যাটসম্যানের পাঁচ জনই আউট হয়েছেন স্বেচ্ছায় ব্যাটিং ছেড়ে দিয়ে। বাংলাদেশ সবুজ দলের একমাত্র উইকেট শিকারি বোলার শুভাগত হোম, শেষ বিকেলে এই অফ স্পিনার ফেরান তাইজুল ইসলামকে। অবশ্য মূল টেস্ট বোলারদের কেউ সবুজ দলে নেই। শুভাগতর সঙ্গে এই দলের বোলিং আক্রমণে আছেন ইবাদত হোসেন চৌধুরী, শরীফুল ইসলাম, মুকিদুল ইসলাম, শহিদুল ইসলাম ও নাঈম হাসান।
লাল দলের অধিনায়ক তামিম ইকবালের ঝড়ো ব্যাটিংয়ে লাঞ্চের আগেই রান হয়ে যায় ১০০। ৯ চার ও ২ ছক্কায় ৫৩ বলে ৬৩ করে লাঞ্চের পর আর ব্যাটিংয়ে নামেননি তামিম। আরেক ওপেনার সাইফ হাসান ও তিনে নামা নাজমুল হোসেন শান্ত ঠান্ডা মাথার ব্যাটিংয়ে সেরে নেন নিজেদের অনুশীলন। ৬ চার ও ১ ছক্কায় ৯৪ বলে ৫২ করে ব্যাটিং ছাড়েন সাইফ। শান্ত ব্যাটিং ছেড়ে দেন ১১১ বলে ৫৩ রান করে। মুশফিকুর রহিমের ব্যাটেও ছিল অনেকটা ওয়ানডের গতি। ৯ চার ও ১ ছক্কায় ৮২ বলে ৬৬ রান করে স্বেচ্ছায় অবসরে যান তিনি। সোহান ফিফটির অপেক্ষাও করেননি, ৪৮ রান করে ব্যাটিং ছাড়েন এই কিপার-ব্যাটার। মেহেদী হাসান মিরাজ অপরাজিত থাকেন ২৪ রান করে।
সবুজ দলের নতুন বলের দুই পেসার ইবাদত ও শরীফুল উইকেট না পেলেও কিছুটা নিয়ন্ত্রিত বল করেন। তবে শহিদুল-মুকিদুল-শুভাগতরা ছিলেন একটু খরুচে। শুভাগতর ১ উইকেট আসে ১১.২ ওভারে ৪৬ রান দিয়ে।
দলের সঙ্গে থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বিসিবির ভিডিও বার্তায় অনুশীলনের ইতিবাচক কথা তুলে ধরেন। ‘আমাদের ক্রিকেটাররা দুই দিন অনুশীলনের পর এই ম্যাচটি খেলতে পারছে। আবহাওয়া, কন্ডিশন, উইকেট, বিশেষ করে এখানকার যে তাপমাত্রা, সেটির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এটি জরুরি ছিল। আজকে প্রথম ম্যাচে যথেষ্ট ভালো অনুশীলন হয়েছে। তামিম, সাইফ, শান্ত, মুশফিক দারুণ ব্যাট করেছে।’ ‘বোলাররা যথেষ্ট চেষ্টা করেছে লাইন লেংথ ও ভালো জায়গায় বল করার। এই কন্ডিশনে বোলারদের কঠিন সেশন গিয়েছে, যেহেতু অনেকটা ফ্ল্যাট ট্র্যাকের মতো। টেস্টেও এরকম কন্ডিশন হতে পারে, সেক্ষেত্রে গরমের মধ্যে ভালো জায়গায় বল করা, মনোযোগ রাখা গুরুত্বপূর্ণ। আরেকটা দিন আছে, আশা করি আমরা টেস্টের জন্য আরও প্রস্তুতি নিতে পারব।’