চুয়েটে ঐতিহাসিক মুজিবনগর দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রেজাউল করিম, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রা (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। সহকারী অধ্যাপক এটিএম শাহজাহানের সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন, অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, অধ্যাপক ড. এম কে জিয়াউল হায়দার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক ও স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দিন।
জেলা শিল্পকলা একাডেমি : মুজিবনগর দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি অনলাইন আয়োজনের মাধ্যমে পালন করা হয়। জেলা কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম চৌধুরী, নাট্যজন অধ্যাপক ম. সাইফুল আলম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতারের কন্ঠ সৈনিক সুজিত রায়, কল্পনা লালা, কায়সারুল আলম, আলাউদ্দিন তাহের, অনামিকা তালুকদার, সুবর্ণা রহমান। আবৃত্তি পরিবেশন করেন অঞ্চল চৌধুরী, কঙ্কন দাশ ও হাসান জাহাঙ্গীর। প্রেস বিজ্ঞপ্তি।