মিষ্টি মেয়ে খ্যাত চিত্রনায়িকা কবরী চিরনিদ্রায় চলেই গেলেন! মনে হচ্ছে অনেক বৃষ্টি হোক, ঝড় হোক, ঝরে যাক অব্যক্ত বেদনা এই ভোর রাতে! মৃত্যু যার যখন হবে, তার তখনি চলে যেতে হবে।এ নিয়ে আর কিছু বলবোনা। পবিত্র মাসে চলে গেলেন…সেটাই ভালো হলো। আব্বার কথা মনে পড়ছে, কাঁদতে পারিনা আর!
কবরী আন্টিকে আমার বকুল ফুল মনে হলো। জানিনা কেন! বকুল ফুলকে খুব সাহসী দুখী ফুল মনে হয়, সেই ছোটবেলা থেকে। যখনি কুড়াতাম, তখনি মনে হতো, এই ফুল তো ছেঁড়া যায়না, বিশাল গাছে ছোট্ট ছোট্ট ফুল। ঝরে ঝরে পড়ে, বৃষ্টি ফোটার মতো। বোধহয় কাঁদে আর সুখ বিলায়!শুকিয়ে যায় কিন্তু গন্ধ ছড়াতেই থাকে আজীবন, কি আশ্চর্য! তাই বকুল ফুল অন্যরকম প্রিয় দামি সংগ্রামী ফুল আমার কাছে। যে দুখি, সেই তো সংগ্রামী! কষ্টের চোখই তো এতো মিষ্টি হাসি বহন করতে পারে! অনেক যুদ্ধ করেছেন নিজের সাথেই নিজেই বোধহয়! অনেক ক্লান্ত ছিলেন। অনেক বেদনাকে ছাপিয়ে আবার হাঁটতে পথ খুঁজেছিলেন হয়তো! শিল্পীর জীবন, হাসির আড়ালে কান্না… কেউ বোঝেনা! আপনার স্বপ্নের ছবিটা বানানো হলো না! থাক, চির নিদ্রায় আপনার আত্মার শান্তি হোক। আপনার জন্য বকুল ফুলের ভালোবাসা। আল্লাহ আপনাকে জান্নাত দান করুন। আমিন।