সম্প্রতি শেষ হল রাহুলের নতুন গান ‘নিজেকে খুঁজে পাচ্ছি কই’ এর শুটিং। কয়েক দিনের মধ্যে প্রকাশ পেতে চেলেছে এই মিউজিক ভিডিও। এই গানটির নির্মাতা হলেন রাহুল নিজে। গানটি লিখেছেন দিপঙ্কর দাস, সঙ্গীতায়জন করেছেন সঞ্জয় ভট্টাচার্য এবং সুর করেছেন ও গানটি গেয়েছেন রাহুল। গানটিকে কেন্দ্র করে গল্প লিখেছেন সমর্পণ মুখের্জি ও ভিডিও পরিচালনা করেছেন কুশল চৌধুরী। এছাড়া ভিডিওতে দেখা যাবে সঞ্চারন মন্ডলকে অভিনেতা হিসেবে। ভিডিওর দৃশ্য গ্রহণের কাজ করেছেন সুশোভন চক্রবর্তী ও হেমন্ত চক্রবর্তী। রাহুল মন্ডল জানান, গানটি তৈরি করতে গিয়ে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছে। মনের জোর ও আত্মবিশ্বাস নিয়ে কাজ করে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে পেরেছি। এছাড়া আমার পুরো টিমের সাপোর্ট পেয়েছি গানটি বানাতে। গানটি যেভাবে তৈরি করা হয়েছে তাতে প্রতিটি মানুষ কোথাও না কোথাও নিজেকে খুঁজে পাবেন। নতুন বাংলা গান নিয়ে কাজ করাটা চ্যালেঞ্জিং আজকের দিনে। তবুও আমার নতুন বাংলা গান তৈরি করতে ভালো লাগে। আগামি মাসে গানটি মুক্তি পেতে চেলেছে রাহুল মন্ডলের ইউটিউব থেকে।