ছাত্রীকে নিপীড়ন, স্কুল শিক্ষক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৭ এপ্রিল, ২০২১ at ৩:৪১ পূর্বাহ্ণ

ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ করেন। এরপর তা দেখিয়ে বন্ধু বান্ধবীকে পাঠিয়ে দেয়া এবং ইন্টারনেটে ভাইরাল করে দেয়ার হুমকি দেন। এভাবে টানা তিন বছর যাবৎ ব্লাকমেইল করে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। নগরীর নিউরন ইংলিশ স্কুলের সাবেক সেই শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত ১৫ এপ্রিল হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন ভুঞা আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তার শিক্ষক আয়াতুল ইসলাম একজন যৌন নিপীড়নকারী। ১২ বছর বয়সী ৬ষ্ঠ শ্রেণির সেই ছাত্রীর বাথরুমের কিছু অশ্লীল ভিডিও ধারণ করে সে মেয়েটিকে দেখায়। ভিডিওটি তার বন্ধু বান্ধবীকে পাঠিয়ে দেয়া এবং ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার হুমকিও দেন। এরপর প্রায় তিন বছর যাবৎ মেয়েটিকে ব্ল্যাকমেইল করে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে মেয়েটিকে তার ইচ্ছার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমু, ম্যাসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে তার অশ্লীল ছবি উক্ত শিক্ষকের নিকট পাঠাতে বাধ্য করে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে খোঁজখবর নেওয়া হয় এবং ঘটনার সত্যতা পাওয়া যায়। একপর্যায়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ভুঞা জানান, উক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদে সে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীটিকে ব্ল্যাকমেইল করে যৌন হয়রানি ও নিপীড়ন করার কথা অকপটে স্বীকার করে। যৌন নিপীড়নকারী শিক্ষকের মোবাইল ফোন থেকে মেয়েটির শতাধিক অশ্লীল ছবি উদ্ধার করা হয়। তাছাড়া তার ফেসবুকে ও ম্যাসেঞ্জারে ছাত্রীটির কুরুচিপূর্ণ অনেক অশ্লীল ছবি পাওয়া যায়। উক্ত শিক্ষকের মোবাইল ফোনটি জব্দ করা হয়। তাই বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদের সেই সোর্স আনোয়ার গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধখরায় মরছে চা গাছ