বাবাকে রাজাকার বলার প্রতিবাদ করায় ছুরিকাহত

আজাদী অনলাইন | শুক্রবার , ১৬ এপ্রিল, ২০২১ at ১১:৪৮ অপরাহ্ণ

নগরীর ডবলমুরিং থানা এলাকার ডেবার পূর্ব পাড়ে বাবাকে রাজাকার বলায় প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাহত হয়েছেন ছেলে মো. মান্নান (৩৮)।
আজ শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। বাংলানিউজ
এ ঘটনায় জড়িত আকবর নামে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
তিনি জানান, আহত মান্নানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মান্নানের উরুতে তিনটি ছুরির আঘাত করা হয়েছে।
ঘটনার প্রাথমিক তদন্তে মানিক (৩৫), শহিদুল (৩৫), রুবেল (২৬), আকবরসহ (২৮) মোট ৭ জনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া জানান, ডেবার পাড় থেকে ছুরিকাঘাতে আহত মো. মান্নান নামে একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত। বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে বাবাকে দা দিয়ে কোপাল ছেলে
পরবর্তী নিবন্ধচলে গেলেন ‘মিষ্টি মেয়ে’ কবরী