পটিয়ার বীর মুক্তিযোদ্ধা সাবেক পুলিশ সদস্য তপন কান্তি বড়ুয়া গত মঙ্গলবার ভোরে নিজ বাড়িতে কিডনি রোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন। ওইদিন বিকেলে পটিয়ার মুকুটনাইট ধাতু চৈত্য বিহার প্রাঙ্গণে তাঁর শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন পটিয়া সহকারী কমিশনার (ভূমি) নীলুফার ইয়াছমিন, মুক্তিযোদ্ধা সংসদ ও পুলিশ সদস্যবৃন্দ। আগামী ১৮ এপ্রিল নিজ বাড়িতে প্রয়াতের সংঘদান অনুষ্ঠিত হবে।












