চিকিৎসকদের জন্য চমেক শিক্ষক সমিতির করোনা টেস্টিং বুথ স্থাপন

সালমা আদিল ফাউন্ডেশনের সহায়তা

| শুক্রবার , ১৬ এপ্রিল, ২০২১ at ৮:০২ পূর্বাহ্ণ

চিকিৎসকদের করোনা স্যাম্পল সংগ্রহে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে বিশেষ বুথ স্থাপন করা হয়েছে। সালমা আদিল ফাউন্ডেশনের (এসএএফ) সহযোগিতায় মেডিকেল কলেজের শাহ্‌ আলম বীর উত্তম মিলনায়নে স্থাপিত বুথটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতি। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে আনুষ্ঠানিকভাবে বুথটি উদ্বোধন করা হয়।
এসময় চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আকতার, চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডা. মনোয়ার উল হক শামীম এবং সালমা আদিল ফাউন্ডেশনের পক্ষে বিশিষ্ট কলামিস্ট আহমদুল ইসলাম চৌধুরী ও অ্যাডভোকেট সায়মন উপস্থিত ছিলেন।
সম্মুখসারির চিকিৎসকদের জন্য আলাদা বুথ স্থাপনে সহযোগিতা করায় চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতির পক্ষ থেকে সালমা আদিল ফাউন্ডেশনকে সাধুবাদ জানানো হয়। মূলত : সম্মুখসারির চিকিৎসকদের সুবিধার্থে স্থাপিত হলেও নির্দিষ্ট সংখ্যক সাধারণ মানুষও এই বুথে করোনা স্যাম্পল প্রদান করতে পারবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে দীর্ঘতম যুদ্ধ শেষ করার ঘোষণা যুক্তরাষ্ট্রের
পরবর্তী নিবন্ধবন্দরটিলা আলিশাহ মাজার সড়কে সন্ত্রাস চাঁদাবাজি বন্ধের দাবি