সুয়েজ খাল আটকে দেওয়া সেই জাহাজ জব্দ

| শুক্রবার , ১৬ এপ্রিল, ২০২১ at ৭:৫৬ পূর্বাহ্ণ

সুয়েজ খালকে প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ করে রাখা বিশাল কন্টেইনারবাহী জাহাজ এভার গিভেনকে ক্ষতিপূরণের দাবিতে জব্দ করেছে মিশরীয় কর্তৃপক্ষ। সুয়েজ খাল কর্তৃপক্ষ জাহাজটির জাপানি মালিক কোম্পানি শোয়ে কিসেন কাইশা লিমিটেডের বিরুদ্ধে ৯১ কোটি ৬০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করেছে বলে এটির অন্যতম বীমাকারী ইউকে ক্লাব জানিয়েছে।
ক্ষতিপূরণ নিয়ে আলোচনা চলার মধ্যেই এসসিএ আদালত থেকে এভার গিভেনকে জব্দ করার আদেশ পায়। খবর বিডিনিউজের।
২৩ মার্চ সকালে মিশরের স্থানীয় সময় সকালে ৪০০ মিটার দৈর্ঘ্য, ৫৯ মিটার প্রশস্ত ও দুই লাখ ২০ হাজার টন কন্টেইনার বহনের ক্ষমতাসম্পন্ন জাহাজটিপ্রবল বাতাস ও ধুলি ঝড়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরে গিয়ে সুয়েজ খালের দক্ষিণাংশের সংকীর্ণ একক লেনে আড়াআড়িভাবে আটকে যায়, এতে জলপথটিতে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ছয় দিন ধরে ধরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এ জলপথে জাহাজ চলাচল বন্ধ থাকার পর ২৯ মার্চ সকালে উদ্ধারকারী টাগবোটগুলো এভার গিভেনকে পাড়ের চড়া থেকে নামিয়ে ফের ভাসাতে সক্ষম হলে সুয়েজ খাল উন্মুক্ত হয়।

পূর্ববর্তী নিবন্ধশ্রেণিকক্ষে আগুনে পুড়ে ২০ শিশুর মর্মান্তিক মৃত্যু
পরবর্তী নিবন্ধমার্কিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নরহত্যার অভিযোগ