সব রং মুছে যাবে
থেমে যাবে কোলাহল,
একদিন
ভুলে যাবে প্রজন্মরা
পান্তা – ইলিশ আর কাঁচামরিচের
সেইদিন।
বৈশাখ ছিল জমজমাট হট্টগোলে
রংতুলি আর নানা বাদ্যে,
বৈশাখ এলো আজ
বের হওয়ার নেই সাধ্যে।
তবুও আনন্দ থাকে
আশার প্রদীপ জ্বেলে,
আবারও আসবে বৈশাখ
মুখরিত জনপদ ঢেলে।