মহা সড়কে কড়া তল্লাশি

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ১৬ এপ্রিল, ২০২১ at ৬:০২ পূর্বাহ্ণ

অবশেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গণপরিবহন চলাচলে নিয়ন্ত্রণে এসেছে। প্রশাসন ও হাইওয়ে পুলিশের কঠোর তৎপরতায় নিয়ন্ত্রণ হয়েছে ব্যক্তিগত গাড়ির চলাচলও।
এবারের দ্বিতীয় দফায় লকডাউনে মহাসড়কের মীরসরাই এলাকার বারইয়াহাট এলাকায় চৌকি স্থাপন করেছে হাইওয়ে পুলিশ। মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও মালামাল পরিবহনের পাশাপাশি কিছু প্রাইভেট গাড়ি জরুরি প্রয়োজনে চলাচল করছে কি না তার সত্যতা যাচাই করছে।
এই বিষয়ে হাইওয়ে পুলিশের চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা মোঃ শাহীন বলেন, আমরা জনগণের ঝুঁকি মোকাবেলাতেই কাজ করছি। সকলের উচিত সরকার ও প্রশাসনকে সহযোগিতা করা। জোরারগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ফিরোজ হোসেন বলেন, গত দুদিন ধরে হাইওয়ে পুলিশ অপ্রয়োজনে বের হওয়া অনেক যানবাহন জব্দ করেছে। পরে আর বের না হওয়ার প্রতিশ্রুতিতে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তবে আর ছেড়েও দেয়া হবে না বলে জানান তিনি। এদিকে মীরসরাই সদরসহ বিভিন্ন হাটবাজারে নজরদারি অভিযান চালান মীরসরাইয়ের সহকারী কমিশনার ভূমি সুবল চাকমা। হ্যান্ড মাইক নিয়ে সবসময় মাঠে থাকতে দেখা গেছে মীরসরাই থানার ওসি মুজিবর রহমানকে। মীরসরাইয়ে প্রশাসন ও পুলিশের তৎপরতায় চলমান লকডাউন অনেকাংশে কার্যকরই দেখা যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা সংগ্রহ করে ইসি কার্যালয়ে পাঠাতো দালাল নজিব উল্লাহ
পরবর্তী নিবন্ধচাক্তাই-খাতুনগঞ্জে ক্রেতার দেখা নেই