তারাবিতে ২০ জনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

| বুধবার , ১৪ এপ্রিল, ২০২১ at ৭:৫৫ পূর্বাহ্ণ

রমজানে তারাবির নামাজে ২০ জনের বেশি মুসল্লী না রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে আল হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের মহাসচিব আলমগীর ইসলাম বঈদী বলেন, তারাবির নামাজের সঙ্গে লাখো হাফেজের পরিবার জড়িত। অন্তত তাদের জন্য হলেও স্বাস্থ্যবিধি মেনে তারাবির জন্য মসজিদ উন্মুক্ত করা প্রয়োজন। অপরদিকে খতমে তারাবি চালু রাখতে সারাদেশে মসজিদ কমিটির প্রতি অনুরোধ করা হয় সংবাদ সম্মেলনে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন নিজামী, আহলে সুন্নাত ওয়াল জমা’আত চট্টগ্রাম মহানগরের প্রচার সম্পাদক মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, যুবসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের সমাজসেবা সম্পাদক হাফেজ মুহাম্মদ নূর, গাউসিয়া কমিটি জামালখান ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু জাফর সওদাগর, ছাত্রনেতা আরফাত হোসাইন, গোলাম ইয়াছিন, আসিফুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২১ এপ্রিলের পর লকডাউন মানবে না ব্যবসায়ীরা
পরবর্তী নিবন্ধহোম হসপিটাল-কর আইনজীবী সমিতির সমঝোতা স্মারক