মুক্তিযোদ্ধা ও স্বজনদের করোনা পরীক্ষায় ভ্রাম্যমাণ বুথ চালু

| বুধবার , ১৪ এপ্রিল, ২০২১ at ৭:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরে বসবাসরত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের করোনা ভাইরাস নমুনা সংগ্রহের জন্য ভ্রাম্যমাণ মুক্তিযোদ্ধা সংসদ-ইকো বুথ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা সন্তান ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেলের পরিচালনায় ভার্চুয়ালি অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর, চট্টগ্রাম জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ খান, চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, বেসরকারি উন্নয়ন সংস্থা ইকোর সভাপতি মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর আহ্বায়ক শাহেদ মুরাদ সাকু প্রমুখ। করোনা পরীক্ষা এবং নমুনা সংগ্রহ সংক্রান্ত বিষয়ে মুক্তিযোদ্ধা সন্তান মো. সরওয়ার আলম চৌধুরী মনির সঙ্গে (০১৮১৫৮০৪০৬৭) নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইফতার সামগ্রী নিয়ে হতদরিদ্রদের পাশে মোস্তফা হাকিম ফাউন্ডেশন
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল