হাটহাজারীতে রেলওয়ের ইজারাকৃত জমিতে পুকুর খনন করায় পার্শ্ববর্তী একটি কারখানার দেয়াল ধসে পড়েছে। এতে ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে উল্লেখ করে থানায় অভিযোগ দিয়েছেন কারখানা মালিক মো. জাহাঙ্গীর কবির। গত সোমবার রাতে এ অভিযোগ (নং ৫৫৩) দায়ের করা হয়। সেখানে পুকুর খননকারী এক ব্যক্তিকে বিবাদী করা হয়েছে। বিষয়টি অবহিত করলে গতকাল ঘটনাস্থলে অভিযান চালায় রেল পুলিশ। এ সময় অভিযুক্ত ব্যক্তিকে পাওয়া না গেলেও পুকুর খননকারী স্ক্যাভেটর চালককে আটক করা হয়।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির হাজী আবুল বশরের পুত্র মো. জাহাঙ্গীর কবির (৫২)। উপজেলার বড় দীঘির পাড়ের পশ্চিমে রেল লাইন সংলগ্ন এলাকায় তিনি একটি কারখানার নির্মাণ কাজ শুরু করেন। ব্যক্তি মালিকানাধীন জায়গায় নির্মিতব্য কারখানাটির কাজ প্রায় শেষ পর্যায়ে।
কিন্তু গত সোমবার রাতে পার্শ্ববর্তী রেলওয়ের জমিতে স্ক্যাভেটর দিয়ে পুকুর খননের কাজ শুরু হলে কারখানার দেয়াল ধসে পড়ে। অভিযোগে বলা হয়, চিকনদণ্ডী ইউনিয়নের কাজী পাড়া এলাকার এক ব্যক্তি রেলওয়ে থেকে জায়গাটি ইজারা নিয়েছেন। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করার কথাও জানান কারখানা মালিক।