চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মহানগরীর ৪ জন ও জেলার ১ জন। একই সাথে ২ হাজার ৬২১টি নমুনা পরীক্ষায় নতুন করে ৪৩১ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। পরীক্ষাকৃত নমুনায় ১৬.০৮ শতাংশের পজেটিভ শনাক্ত হয়েছে এদিন। নতুন শনাক্ত ৪৩১ জনসহ চট্টগ্রামে করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ২৯১ জনে। এর মধ্যে মহানগরীর বাসিন্দা ৩৬ হাজার ৩৪৫ জন ও জেলার ৮ হাজার ৯৪৬ জন। নতুন ৫ জনসহ আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ৪৩৫ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে মহানগরীর ৩১৯ জন ও জেলার ১১৬ জন। চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় ২ হাজার ৬২১ টিসহ এ পর্যন্ত মোট ৩ লাখ ৭৮ হাজার ৬৭৭ টি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৪৫ হাজার ২৯১ জনের। হিসেবে চট্টগ্রামে করোনা শনাক্তের গড় হার ১২ শতাংশ। নতুন ৭১ জনসহ এ পর্যন্ত ৩৪ হাজার ৯০১ জন রোগী সুস্থ হয়েছেন। হিসেবে আক্রান্তদের ৭৭.০৫ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন। চট্টগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান আজাদীকে গতকাল মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন।