তৎকালীন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা সাইফুদ্দীন খালেদের মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে শহীদ সাইফুদ্দিন খালেদ চৌধুরীর দামপাড়াস্থ কবরস্থানে স্বাস্থ্যবধি মেনে কোরআনখানি, মিলাদ ও মুনাজাতের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ১৯৭১ সালের এদিনে রাউজানে তৎকালীন ইঞ্জিনিয়ারিং কলেজের (বর্তমানে চুয়েট) সামনে মুখোমুখি যুদ্ধে সাইফুদ্দিন খালেদ শহীদ হন। তিনি তখন সিটি কলেজ ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক ছিলেন। শহীদ সাইফুদ্দিনের পিতা মুক্তিযুদ্ধ চলাকালীন দক্ষিণ-পূর্ব জোনের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরী, আর ভাই মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।