ক্রীড়াঙ্গনে প্রায়েই দেখা যায়, সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য খেলোয়াড়রা ছুটি নিয়ে নেন। সব ছেড়ে-ছুড়ে চলে যান স্ত্রীর কাছে। কঠিন ওই সময়টাতে স্ত্রীর পাশে থেকে তাকে সাহস যোগান। কিছুদিন আগে বাংলাদেশের সাকিব আল হাসানও একইভাবে ছুটি নিয়েছিলেন। নিউজিল্যান্ড সফরে না গিয়ে তিনি ছুটি নিয়ে চলে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে তৃতীয় সন্তান জন্মের সময় ছিলেন স্ত্রীর পাশে। তবে এর ব্যতিক্রমও আছে। পাকিস্তানের হাসান আলী সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে পারেননি। কিংবা স্ত্রীর পাশে থাকতে ছুটিও নেননি। তিনি ছিলেন দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে। সেই সফরে থাকা অবস্থায় প্রথম সন্তানের জনক হন পাকিস্তানি এই পেসার। হাসান আলির দক্ষিণ আফ্রিকা সফরেই তার স্ত্রী সামিয়া আরজু একটি কন্যা সন্তানের জন্ম দেন। চলতি মাসের শুরুতেই টুইটারের মাধ্যমে নিজের কন্যা সন্তান জন্মের খবর সবাইকে জানিয়েছিলেন হাসান আলি। প্রযুক্তির কল্যাণে কন্যা সন্তানকে দেখার স্বাদ খুব সহজেই মিটিয়ে নিতে পেরেছেন হাসান আলি। ভিডিও কলের মাধ্যমে কন্যাকে প্রথম দেখেন তিনি। সেই ছবি আবার ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।