বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি অজয় দেবগন ও কাজল। তাদের দুই সন্তান নায়সা ও যুগ। সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অব সাউথ ইস্ট এশিয়াতে লেখাপড়া করছেন নায়সা। সমপ্রতি নায়সার ইনস্টাগ্রাম ফ্যান পেজ থেকে একটি ভিডিও পোস্ট করেছে। যা এখন অন্তর্জালে ভাইরাল। ভিডিওটিতে মায়ের জনপ্রিয় গানের সঙ্গে পারফর্ম করেছেন এই স্টারকিড। ভিডিওতে দেখা যায় কাজল অভিনীত সিনেমার জনপ্রিয় গানে স্কুলের কোনো অনুষ্ঠানে পারফর্ম করছেন নায়সা। তার সঙ্গে রয়েছেন বেশ কজন সহপাঠি। এ তালিকায় রয়েছে কারিনা কাপুর অভিনীত সিনেমার জনপ্রিয় গান ‘বলে চুড়িয়া’, কাজল-শাহরুখ খান অভিনীত ‘মাইনেম ইজ খান’ সিনেমার ‘সাজদা’ প্রভৃতি গান। ভিডিওটি প্রকাশের পর কাজল ভক্তরা দারুণ প্রশংসা করছেন।