মার্কেটিংয়ের নামে অযথা শপিংমলে ঘোরাঘুরি না করার আহ্বান সুজনের

| সোমবার , ১২ এপ্রিল, ২০২১ at ৭:৪৭ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। এ সময়ে নগরবাসীকে মার্কেটিংয়ের নামে মাস্ক ছাড়া ঘর থেকে বেরিয়ে কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনে শপিংমলে অযথা ঘোরাঘুরি না করতে অনুরোধ জানিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল রবিবার বিকাল ৫টায় উত্তর কাট্টলীস্থ তাঁর নিজ বাসভবনে নাগরিক উদ্যোগের জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে সকলের উদ্দেশে তিনি এ অনুরোধ জানান। এ সময় তিনি বলেন, বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ও মৃত্যু হার বেড়ে গিয়েছে। প্রতিদিনই আক্রান্ত এবং মৃত্যুর রেকর্ড সৃষ্টি হচ্ছে। সরকার কঠোর নির্দেশনা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এরই মধ্যে আগামী ১৪ এপ্রিল থেকে দেশব্যাপী লকডাউন ও রমজানকে কেন্দ্র করে বিভিন্ন মার্কেট এবং বিপনী কেন্দ্রসমূহে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বেশিরভাগ ক্রেতা বিক্রেতা স্বাস্থ্য বিধি না মেনেই কেনাকাটা চালিয়ে যাচ্ছেন। যেখানে গবেষকগণ বলছেন শুধুমাত্র মাস্ক ব্যবহার করেই ৭০ শতাংশ সংক্রমণ রোধ করা সম্ভব। সেখানে মাস্ক ছাড়াই বেরিয়ে যাচ্ছেন অনেকে। তিনি মাস্ক ছাড়া ঘর থেকে বের হওয়া মানুষকে কমপক্ষে দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক সপ্তাহ করোনা হাসপাতালে স্বেচ্ছা শ্রমের শাস্তি প্রদানের জন্য প্রশাসনের নিকট আহ্বান জানান। তিনি পণ্যের ঊর্ধ্বমূল্য রোধে জনসাধারণকে চারদিনের বেশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয় না করারও উদাত্ত আহ্বান জানান তিনি। অন্যদিকে ভেজাল ও নিম্নমানের সুরক্ষা সামগ্রী ও ওষুধের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের দমন করতে নিয়মিত ওষুধের মার্কেটেও অভিযান পরিচালনা করার আহ্বান জানান। তাছাড়া ১৪ এপ্রিল থেকে সরকার ঘোষিত দেশব্যাপী কঠোর লকডাউন মেনে চলারও অনুরোধ জানান তিনি। নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াছের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রহমান মিয়া, মোরশেদ আলম, মো. শাহজাহান, শিশির কান্তি বল, অনির্বান দাশ বাবু, সমীর মহাজন লিটন, মো. জাহাঙ্গীর, মো. আলাউদ্দিন, মো. ওয়াসিম, মাহফুজ চৌধুরী, আশ্রাফ উদ্দিন হাসনাত, মো. জোবায়ের প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএই দুঃসময়ে দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে হবে
পরবর্তী নিবন্ধসিপিডিএল পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় ইম্পেরিয়াল হাসপাতালের সাথে চুক্তি