এই দুঃসময়ে দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে হবে

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা

আজাদী ডেস্ক | সোমবার , ১২ এপ্রিল, ২০২১ at ৭:৪৬ পূর্বাহ্ণ

ঘনিয়ে আসছে সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। এরই মধ্যে লাগামহীন সবধরনের ভোগ্যপণ্যের দাম। মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে চলছে করোনা মহামারির দাপট। এর প্রতিকারে সরকার দফায় দফায় দিচ্ছে লকডাউন, বন্ধ খেটেখাওয়া মানুষের উপার্জন। তাদের কথা ভেবে ইফতার সামগ্রীসহ নিত্যপণ্য নিয়ে সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে আসছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।
সীতাকুণ্ড : দৈনিক আজাদীর সীতাকুণ্ড প্রতিনিধি জানান, মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে সীতাকুণ্ড পৌরসভা ও মুরাদপুর ইউনিয়নের ৬ শতাধিক সাধারণ জনগণের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়। গতকাল রোববার সীতাকুণ্ড পৌর চত্বরে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ দিদারুল আলম। সীতাকুণ্ড পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বদিউল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগ নেতা মাইমুন উদ্দিন মামুন, রতন মিত্র, মেজবাউদ্দিন চৌধুরী, কাউন্সিলর হারাধন চৌধুরী বাবু প্রমুখ।
আনোয়ারা : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারায় সামাজিক ও মানবিক সংগঠন আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে রায়পুর ও বারশত ইউনিয়নের ৭০০ দুস্থ পরিবারেরর মাঝে খাদ্য সহায়তা ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। গতকাল রোববার দুপুরে খাইরিয়া মাদ্রাসার মাঠে স্বাস্থ্যবিধি মেনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম, আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মো. সালেহ, ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সোহেল সালেহ, মহাসচিব হাসান মাহমুদ ফয়সাল, অর্থ সম্পাদক ফাহাদ সালেহ, আবরার নেওয়াজ ও নাজিম ইবনে মাহমুব সহ ফাউন্ডেশনের কর্মকর্তারা।
এসময় ফাউন্ডেশনের মহাসচিব হাসান মাহমুদ ফয়সাল বলেন, আনোয়ারায় আমাদের ফাউন্ডেশনের উদ্যোগে করোনা পরিস্থিতি বিবেচনায় প্রতি বছরের ন্যায় এ বছরও আনুমানিক ৫ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হবে। এর অংশ হিসেবে রোববার ৭০০ পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট : ফটিকছড়ি প্রতিনিধি জানান, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে সারাদেশে দুই লাখ গরিব কর্মহীন পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল রোববার মাইজভাণ্ডার দরবারে দুই হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন হাফেজ মোহাম্মদ কবির হোসেন, খলিফা মোহাম্মদ সেলিম, হাফেজ মোহাম্মদ নূরুল আমিন, মাহবুবুর রহমান আপন প্রমুখ।
মাইজভাণ্ডার দরবারের সাজ্জাদানশীন ও ট্রাস্ট চেয়ারম্যান শাহ্‌সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী বলেন, করোনার ভয়াবহতার পরিপ্রেক্ষিতে চলমান লকডাউনে গরিব অসহায় আজ গভীর দুঃখ দুর্দশায় নিপতিত। করোনার অভিঘাত থেকে তাদের বাঁচাতে চারপাশের বিত্তবান সচ্ছল মানুষদেরকে মানবিক দায়িত্ব পালন করে যেতে হবে।
রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়ায় ৬শ অসহায় দরিদ্রের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে স্থানীয় কাতার প্রবাসী জাফর আহমেদের পক্ষ থেকে বেতাগী ইউনিয়নের ৯নং ওয়ার্ড গুণগুনীয়া বেতাগী চেঙখালী এলাকার হাজী আবদূর রহীম মোস্তফা খাতুন জামে মসজিদ প্রাঙ্গণে এসব সহায়তা তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন মামুনুজ্জামান, আক্তারুজ্জামান, আসাদুজ্জামান, মো. নঈম উদ্দিন প্রমুখ। আয়োজকরা জানান, গুণগুনীয়া বেতাগী এলাকা ছাড়াও উপজেলার সরফভাটা, তিন সৌদিয়া, চন্দ্রঘোনা, চট্টগ্রামের বাদুরতলা এলাকাতেও ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়েছে।
জোরারগঞ্জ : মীরসরাই জোরারগঞ্জের করেরহাট পশ্চিম জোয়ার গ্রামে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী পাঠানো হয়েছে। গতকাল রোববার সকাল থেকে দিনব্যাপী মীরসরাই অ্যাসোসিয়েশন-চট্টগ্রামের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক ম. নুরুল আবছরের ব্যক্তিগত উদ্যোগে এসব সহায়তা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জামশেদ আলম, নাছির উদ্দিন আহমেদ, পারভীনসহ এলাকার স্বেচ্ছাসেবকরা।
অধ্যাপক ম. নুরুল আবছর তার বক্তব্যে বলেন, বৈশ্বিক করোনা পরিস্থিতিতে রমজান মাস শুরু হচ্ছে। খেটে খাওয়া মানুষরা বড় বিপাকে পড়েছে। শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যও মাঝে মাঝে বাঁচতে হয়। তাই আমার এই ক্ষুদ্র নিবেদন।
হাজীর পাড়া একতা সংঘ : চন্দনাইশ সাতবাড়িয়া হাজীর পাড়া একতা সংঘের উদ্যোগে সাতবাড়ীয়া বার আউলিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শনিবার সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন রোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলাইমানের সঞ্চালনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জহির উদ্দিন হিরু। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী কাজী মুহাম্মদ শওকত। উপস্থিত ছিলেন মাহাফুজ, আজিজুল ইসলাম, অ্যাড. মিজানুল রহমান, গোলাম সাগপ, ইসমাইল হোসেন নয়ন, কাজী জাফর, বেলাল, ফরমান তালুকদার, সিফাত সাকিব প্রমুখ।
‘আহার’ এর উদ্যোগ : সীতাকুণ্ডে স্বেচ্ছাসেবী সংগঠন আহারের উদ্যোগে শতাধিক অনাহারী মিসকিনকে মধ্যাহ্নভোজ ও ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সীতাকুণ্ড পৌরসদরস্থ একটি হল রুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম, নাছির উদ্দীন অনিক, ইঞ্জিনিয়ার কামরুদ্দোজা, মোহাম্মদ আকতার হোসেন, মো. জাহাঙ্গীর আলম বিএসসি, খুরশেদ আলম, ওয়াহিদ মুরাদ, জাহাঙ্গীর আলম, আবুল হোসাইন প্রমুখ। সংগঠনের নির্বাহী পরিচালক সাংবাদিক জাহাঙ্গীর আলম বিএসসি বলেন, প্রতিমাসে একবার আমাদের নিয়মিত প্রীতিভোজ আয়োজন করে থাকি। এবার রমজানকে সামনে রেখে এসব অভুক্তদের মাঝে ইফতার সামগ্রী প্রদান করেছি। আগামীতেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
কোলাগাঁও : পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৫ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ. লীগের সভাপতি মো. আবু জাফর, এস এম বদিউল আলম তুষার, হাজী ওসমান গনি, রমজান আলী সর্দ্দার, দিদারুল আলম, নাজিম উদ্দিন খোকন, আজিজুল হক মেম্বার, খুরশিদ আলম, উত্তম তালুকদার, হাজী নুরুল আলম, জালাল আহমদ, আবদুল হক সওদাগর, শফিউল খায়ের, সিরাজুল ইসলাম, পেয়ার মোহাম্মদ, শংকর সরকার, মো. শফি, মো. এনাম, মো. এরশাদ, শাহনেওয়াজ, শাহ জামাল, শাহ জামির, শাকিবুল হাসান শাকিব, আলী আহমেদ প্রমুখ।
বহদ্দারহাট-বাদুরতলা ব্যবসায়ী সমিতি : বহদ্দারহাট-বাদুরতলা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে গতকাল রোববার অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সমিতির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলামের সভাপতিত্বে বাদুরতলাস্থ একটি কনভেনশন সেন্টারে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, এরশাদ উল্লাহ মুন্না, দিদারুল আলম আকাশ, মোজাম্মেল হোসেন, কামাল উদ্দিন, কামরুল হাসান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক ড. হাসান মোহাম্মদের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধমার্কেটিংয়ের নামে অযথা শপিংমলে ঘোরাঘুরি না করার আহ্বান সুজনের