দারুণ জয়ে শুরু করল সাকিবের কেকেআর

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১২ এপ্রিল, ২০২১ at ৬:৩৫ পূর্বাহ্ণ

আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে দারুণ এক জয় পেল সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব অবশ্য ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। মাত্র তিন রান করে বিদায় নেন। তবে চার ওভার বল করে ৩৪ রান খরচায় একটি উইকেট পেয়েছেন সাকিব। তার দল জিতেছে ১০ রানে।
দারুণ রোমাঞ্চকর ম্যাচে জয় দিয়ে এবারের আইপিএল শুরু করলো কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করতে নামা কলকাতা নাইট রাইডার্স দুর্দান্ত শুরু করে। ওপেনার নিতিশ রানা ব্যাট হাতে ঝড় তোলেন। রানা এবং রাহুল ত্রিপাঠীর হাফ সেঞ্চুরির উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৮৭ রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স। রানা ৫৬ বলে ৮০, ত্রিপাঠী ২৯ বলে ৫৩, দীনেশ কার্তিক ৯ বলে ২২ এবং শুভমান গিল ১৩ বলে করেন ১৫ রান।
সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে মোহাম্মদ নবী এবং রশিদ খান নিয়েছেন দুটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নামা সানরাইজার্স হায়দরাবাদ শুরুতে হারায় দুই ওপেনারকে। অধিনায়ক ডেভিড ওয়ার্নার শুরুতে আউট হয়ে যায়। তবে মনিশ পান্ডে এবং জনি বেয়ারস্টো কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিল হায়দ্রাবাদ। ৪০ বলে ৫৫ রান করে ফিরেন বেয়ারস্টো। কিন্তু মনিশ পান্ডে এক প্রান্ত আগলে রাখলেও দলকে জেতাতে পারিনি। শেষ বলে ছক্কা মেরে ইনিংস শেষ করলেও দলকে ১০ রানের পরাজয় থেকে বাঁচাতে পারেনি মনিশ পান্ডে। ৪৪ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন পান্ডে। এছাড়া সামাদ ৮ বলে করেন ১৯ রান। মোহাম্মদ নবী করেন ১৪ রান।

পূর্ববর্তী নিবন্ধমামুনুলের আরেক ‘স্ত্রীর’ সন্ধান চেয়ে ভাইয়ের জিডি
পরবর্তী নিবন্ধপ্রথম একজন নারীকে নভোচারী প্রশিক্ষণে পাঠাচ্ছে সংযুক্ত আরব আমিরাত