নগরীর পাহাড়তলীতে ভাড়া বাসায় মো. নাহিদ (২২) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে অন্য এক যুবক। গুরুতর আহত ওই যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে পাহাড়তলীর সিডিএ মার্কেট এলাকায় হাজী ভবনের চতুর্থ তলার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আহত নাহিদের বাবার নাম আবুল বাশার। নাহিদ ইস্পাহানি মির্জাপুর কোম্পানিতে চাকরি করে। তার বাড়ি নোয়াখালী জেলায়।
পুলিশ ও প্রতিবেশীরা জানায়, হাজী ভবনে ভাড়া বাসায় থাকতেন নাহিদ ও আরেক যুবক। হঠাৎ দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে কক্ষে থাকা আরেক যুবকের ছুরিকাঘাতে নাহিদ আহত হন। স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম আজাদীকে বলেন, নাহিদ নামের এক যুবককে ছুরিকাঘাত করেছে আরেক যুবক। নাহিদ এখন চমেক হাসপাতালে ভর্তি রয়েছে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া আজাদীকে বলেন, বেলা ১২টার দিকে পাহাড়তলী এলাকা থেকে ছুরিকাঘাতে আহত ওই যুবককে চমেক হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ওয়ার্ডে ভর্তি করে দেন। নাহিদের প্রতিবেশী মো. শামীম বলেন, ভাড়া বাসায় নাহিদের কক্ষে থাকা আরেক যুবকের ছুরিকাঘাতে তিনি মারাত্মক আহত হন। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।