পশ্চিম বাকলিয়ায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

| রবিবার , ১১ এপ্রিল, ২০২১ at ৭:৩০ পূর্বাহ্ণ

নগরীর ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলমের উদ্যোগে গতকাল শনিবার ওয়ার্ডের দেওয়ান বাজার শান্তিনগর, বগারবিল, ইউনুছ রোড এলাকায় মশকনিধন কর্মসূচি ও নালা নর্দমার ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় কাউন্সিলর শহিদুল আলম বলেন, মেয়র রেজাউল করিম চৌধুরীর ঘোষিত ১শ দিনের কর্মসূচি অনুসারে ওয়ার্ডে নালা-খালের মাটি উত্তোলন ও পরিস্কার পরচ্ছিন্নতা কার্যক্রম চালাচ্ছি। সবাই মিলে কর্পোরেশনকে সহযোগিতা করুন। এ সময় নালা-নর্দমা খালে ফগার মেশিন, লার্ভিসাইড ও এডাল্টিসাইড স্প্রে করা হয়। এই কার্যক্রমে কর্পোরেশনের ১৫ জন পরিচ্ছন্ন সেবক ও কর্মী নিয়োজিত ছিল। উপস্থিত ছিলেন মোহাম্মদ মাঈনুল কামাল, আব্দুল হাকিম মেম্বার, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ডা. মামুন, আমজাদ হোসেন, সোহেল আহমেদ, আব্দুল বাতেন, আফজাল হোসেন, নাজিম দেওয়ান, ইয়াসিন টিপু, মুন্না খান, মানিক রাজ, প্রসেনজিত সেন বাপ্পা, আবরার হাবিব, আব্দুল্লাহ আলভি, মোহাম্মদ আলম, ফারুক ইসলাম সাকিব প্রমুখ।
সুরক্ষা সামগ্রী বিতরণ : ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলমের সহযোগিতায় গত ৯ এপ্রিল ওয়ার্ডের বড় মিয়া মসজিদ এলাকায় আছরের নামাজ শেষে মুসল্লিদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় মোহাম্মদ মাঈনুল কামাল, শওকত ইরফান, আফজাল হোসেন, আরিফ হোসেন সোহেল, নাজিম দেওয়ান, আলমগীর চৌধুরী, ইয়াসিন টিপু, মুন্না খান, মানিক রাজ, শ্রমিক লীগের ইমন খান, আজিজুর রহমান, আব্দুল্লাহ আলভি, সুহৃদ বড়ুয়া, জয় মহাজন পাপ্পু, আশিফুর রহমান সাকির, মোহাম্মদ আকিব, সাকিব হোসেন, তাহসিন খান, ফরহাদ আহমেদ মিথুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহারিয়ে যাচ্ছে অর্থকরী শিমুল গাছ
পরবর্তী নিবন্ধমানবতার তরীর ইফতার সামগ্রী বিতরণ