নৈতিক স্কুলে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ

| রবিবার , ১১ এপ্রিল, ২০২১ at ৭:২৪ পূর্বাহ্ণ

পথশিশুদের শিক্ষার জন্য প্রতিষ্ঠান নৈতিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে গতকাল শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে খাদ্যসামগ্রী বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দীন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস.এম. লিয়াকত হোসেন, হৃদয় দে, স্কুলের শিক্ষক মো. তৌহিদ। উল্লেখ্য ফেইসবুক বন্ধুদের আর্থিক সহায়তায় ৪৫ জন শিক্ষার্থীদের মাঝে এ উপহারসামগ্রী প্রদান হয়। এক বিবৃতিতে অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দীন বলেন,করোনা মহামারির ২য় সংক্রমণে ইতিমধ্যে দরিদ্র মানুষের জীবনে ব্যাপক সংকট দেখা দিয়েছে। আগামী সপ্তাহ থেকে যেহেতু সরকার এ সংক্রমণ রোধে কড়া লকডাউন ঘোষণা করেছে। তাই নৈতিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে সামান্য কিছু সহযোগিতা করার উদ্যোগ নিয়েছি। যাতে অন্তত তাদের কিছুটা হলে উপকার হয়। তিনি করোনাকালে দুস্থদের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আাহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকরোনাকালে দুস্থদের জীবনমান উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধএমপি দিদারের ইফতার সামগ্রী বিতরণ