আজাদী ডেস্ক: বাংলাদেশের চট্টগ্রামের বিপ্লবীদের যে বিস্ময়কর ও সাহসিকতাপূর্ণ অভ্যুত্থান ঘটেছিলো সেই ইতিহাসকে ধারণ করে নির্মিত হচ্ছে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসা বীরকন্য প্রীতিলতা’। নির্মাতা প্রদীপ ঘোষের পরিচালনায় নির্মিতব্য চলচ্চিত্রে পাঁচটি সংগীত সংযোজিত হচ্ছে। জনপ্রিয় সংগীত শিল্পী এলিটা যুক্ত হয়েছেন সংগীত আয়োজনে। শিল্পী বাপ্পা মজুমদারের সংগীতায়জনে চলচ্চিত্রের কম্পোজিশনে থাকবে ভিন্নধর্মী উপস্থাপনা। শিল্পী এলিটা বলেন, আমি ভীষণ আনন্দিত যে, এ ধরণের একটি ঐতিহাসিক ছবিতে গান করতে পারছি। আমরা জানি উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামী মহান চরিত্র প্রীতিলতা যাঁর সম্পর্কে ছেলেবেলা থেকেই জেনেছি এবং চেতনায় প্রীতিলতার আত্মত্যাগকে ধারণ করেছি হৃদয় দিয়ে। এটি আমার জন্য বিশেষ দায়িত্ব যে দৃশ্যায়নের আঙ্গিকের সাথে কণ্ঠানুভূতির সফল প্রয়োগ করতে হবে। চলচ্চিত্রের পরিচালক প্রদীপ ঘোষ এবং গুণী সংগীত পরিচালক বাপ্পা মজুমদারের নেতৃত্বে ছবিতে আমি কাজ করছি। যে আনন্দ পাচ্ছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই চলচ্চিত্র আমাদের সংগ্রামের আত্মপরিচয়কে সমৃদ্ধ করবে। বাংলার মাটিতে যে সকল বিপ্লবীরা জীবন দিয়ে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন তাঁদের সকলের প্রতি সম্মান জানানোর দায়িত্ববোধ কাজ করছে আমার মধ্যে। চট্টগ্রামের যুববিদ্রোহ বাঙালি জাতির সকল আন্দোলনকে শক্তি যুগিয়েছিলো। তাই এর নির্মাণ আন্তর্জাাতিকভাবে যেনো সকলের গ্রহনযোগ্যতা অর্জন করতে পারে সে জন্য আমি চেষ্টা করছি কাজটি ভালোভাবে করতে। আশা করি দর্শক ও শ্রোতাদের ভাল লাগবে।