প্রথম ম্যাচেই সাকিবকে খেলাতে চায় কলকাতা!

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১১ এপ্রিল, ২০২১ at ৬:৫২ পূর্বাহ্ণ

এবারের আইপিএলে আজ নিজেদের প্রথম ম্যাচে সাকিবদের কলকাতা নাইট রাইডার্স মোকাবেলা করবে সানরাউজার্স হায়দরাবাদকে। আর প্রথম ম্যাচেই সাবেক দলের বিপক্ষে প্রথম একাদশে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। কলকাতার একটি সূত্রে ‘আনন্দবাজার’ জানায়, কোয়ারেন্টিন পর্ব শেষে মাত্র একদিন অনুশীলনের পরেই প্যাট কামিন্সকে খেলনোর ঝুঁকি নিতে চায় না নাইট শিবির। কারণ আগের আসরে সংযুক্ত আরব আমিরাতে কোয়ারেন্টিন পর্ব শেষে মাঠে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩ ওভার বোলিং করে ৪৯ রান খরচ করেছিলেন ১৫.৫ কোটি রুপির এই অজি পেসার। এবার আর একই ভুল করতে চায় না কলকাতা। কামিন্স ইস্যু ছাড়াও কলকাতার প্রথম ম্যাচের ভেন্যু চেন্নাইয়ের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামও একটা ফ্যাক্ট। এই পিচে স্পিন ধরে ভালো। ফলে এই মাঠে একজন অভিজ্ঞ স্পিন-অলরাউন্ডার খেলাতে চায় কেকেআর। শুক্রবার কলকাতার অনুশীলনে এক ঘণ্টা ব্যাট করানো হয় সাকিবকে দিয়ে। মিডল অর্ডারে ঝড় তোলার জন্যই কি এই অলরাউন্ডারকে প্রস্তুত করা। অনেকেই ভাবছেন এই নিয়ে। এবারের আইপিএলের নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে কলকাতা।

পূর্ববর্তী নিবন্ধগোলাপি ক্যাপে মোস্তাফিজের স্বপ্ন
পরবর্তী নিবন্ধবাংলাদেশ গেমস্‌ে চট্টগ্রাম জেলা উশু দলের পদক লাভ