টিকার দ্বিতীয় ডোজ নিলেন তামিমরা

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১১ এপ্রিল, ২০২১ at ৬:৫০ পূর্বাহ্ণ

গত ফেব্রুয়ারিতে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সেটি নেওয়ার প্রায় দুই মাস পর গতকাল দ্বিতীয় ডোজ গ্রহণ করলেন তামিমসহ বাংলাদেশ দলের অন্য ক্রিকেটার, প্রধান কোচ ও স্টাফরা। শনিবার শ্রীলংকা সফরের দলে থাকা ক্রিকেটার ও স্টাফরা করোনার টিকা গ্রহণ করেন। শ্রীলংকা সফরের জন্য গত শুক্রবার ২১ সদস্যে দল স্কোয়াড ঘোষণা করে বিসিবি। এই ২১ সদস্য গতকাল টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। এর আগে গত ফেব্রুয়ারি মাসেই নিউজিল্যান্ডে সফরে যাওয়া ক্রিকেটাররা করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেছিলেন। আগামী ১২ এপ্রিল শ্রীলংকার উদ্দেশে ক্রিকেটাররা দেশ ত্যাগ করবেন। এই সফরকে সামনে রেখে গতকাল করোনার টিকা নিয়েছেন তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম, ক্রিকেট অপারেশন্সের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস, প্রধান কোচ রাসেল ডমিঙ্গোসহ পুরো কোচিং, বিসিবির স্টাফসহ মোট ২৯ জন। তারা সকলেই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নিয়েছেন। টিকা গ্রহণের পরে তাসকিন আহমেদ বলেন, ‘আমরা একটা সফরে যাওয়ার আগেও দিয়েছিলাম আবার ফিরে এসে দ্বিতীয় ডোজ দিতে পারলাম, খুব ভালো লাগছে। মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ আমাদের এই সুযোগ দেওয়ার জন্য। ’ শ্রীলংকা সফরের ব্যাপারে এই ডানহাতি পেসার বলেন, ‘সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে। সেরাটা দিয়ে খেলতে পারলে ভালো কিছু হবে ইনশা-আল্লাহ। প্রস্তুতি ভালোই হয়েছে। ওখানে গিয়েও সময় পাবো কিছুদিন, আশা করি ভালো কিছু হবে।’

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ এশিয়া কাপের জন্য প্রস্তুত
পরবর্তী নিবন্ধগোলাপি ক্যাপে মোস্তাফিজের স্বপ্ন