চট্টগ্রাম বন্দর হাসপাতালকে করোনার টিকাকেন্দ্র হিসেবে তালিকাভুক্ত করেছে সরকার। তাই এ হাসপাতালে বন্দরের কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি সাধারণ মানুষও টিকা নিতে পারবেন। ইতোমধ্যে সরকারি প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দর হাসপাতালে টিকা প্রদানের সুবিধাদি পরিদর্শন করেছেন এবং টিকা প্রদান ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে বলে বন্দর হাসপাতাল সূত্রে জানা গেছে।
আজ রোববার বন্দর হাসপাতালে পরীক্ষামূলকভাবে টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করা হবে। কাল সোমবার আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম বন্দর হাসপাতালে টিকা প্রদানের কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এখন থেকে বন্দর হাসপাতাল কেন্দ্রে টিকা গ্রহণে ইচ্ছুক নাগরিকরা সুরক্ষা অ্যাপে বা সফটওয়ারে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, আন্দরকিল্লার চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চসিক জেনারেল হাসপাতালসহ নগরীতে ১০টি কেন্দ্রে কোভিড টিকা প্রদানের ব্যবস্থা রয়েছে। জানা গেছে, চট্টগ্রাম বন্দর থেকে সরকারের স্বাস্থ্য বিভাগের কাছে বন্দর কর্তৃপক্ষ চিঠি দেওয়ার প্রেক্ষিতে নতুন টিকাদান কেন্দ্র হচ্ছে বন্দর হাসপাতাল। এটি চালু হলে বন্দরের কর্মকর্তা-কর্মচারী, এলাকাবাসীর সুবিধা হবে। চট্টগ্রাম বন্দরের কর্মচারী-কর্মকর্তাদের জন্য বন্দর হাসপাতালে ১১১ নম্বর কক্ষে রেজিস্ট্রেশন সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানা গেছে।










