এবার টিসিবির ট্রাকে যুক্ত হলো খেজুরও

আজাদী প্রতিবেদন | রবিবার , ১১ এপ্রিল, ২০২১ at ৫:৫১ পূর্বাহ্ণ

রমজানকে সামনে রেখে এবার খেজুর বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল সকাল থেকে ক্রেতাদের মাঝে বিক্রির জন্য টিসিবির প্রতিটি ট্রাকে ১০০ কেজি করে খেজুর দেয়া হয়েছে। টিসিবির ট্রাকে প্রতি কেজি খেজুর বিক্রি হচ্ছে ৮০ টাকায়। রমজানে ইফতারের গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে খেজুর ও ছোলা। এর আগে গত ১ এপ্রিল টিসিবির ট্রাকে ছোলা বিক্রি শুরু হয়েছিল। এবার যুক্ত হয়েছে খেজুরও।
এই ব্যাপারে টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক প্রধান জামাল উদ্দিন আহমেদ আজাদীকে জানান, প্রতিটি ট্রাকে ১০ কার্টনে ১০০ কেজি খেজুর দেয়া হচ্ছে। আমাদের প্রতিদিন ৩০টি ট্রাকে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিক্রি হচ্ছে। খেজুর ও ছোলার পাশাপাশি প্রতি ট্রাকে প্রতিদিন ৫০০ কেজি চিনি, ৫০০ কেজি মশুর ডাল, ১২শ লিটার বোতলজাত সয়াবিন, ৫০০ কেজি পেঁয়াজ, ৬০০ কেজি ছোলা দেওয়া হয়েছে।
তিনি জানান, একজন ভোক্তা ৫৫ টাকা দরে ২ কেজি ছোলা, ৮০ টাকা দরে ১ কেজি খেজুর, ৫৫ টাকা দরে ২-৩ কেজি চিনি, ৫৫ টাকা দরে ২ কেজি মশুর ডাল, ২০ টাকা দরে ৪-৫ কেজি পেঁয়াজ, ১০০ টাকা দরে ২-৪ লিটার সয়াবিন কিনতে পারবেন।
জামাল উদ্দিন আহমেদ জানান, শুরু থেকেই চট্টগ্রামের জন্য ২০টি ভ্রাম্যমাণ ট্রাক বরাদ্দ থাকলেও রজমানকে সামনে রেখে আরও ১০টি ট্রাক বাড়িয়ে ৩০টি করা হয়েছে। এখন নগরীর ৩০টি গুরুত্বপূর্ণ মোড়ে প্রতিদিন টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক ভোক্তাদের মাঝে ন্যায্যমূল্যের পণ্য নিয়ে ছুটে যাচ্ছে। খুচরা পর্যায়ে বাজার মূল্য থেকে টিসিবির পণ্যের দাম অনেক কম। এবার পণ্যের মানও ভালো বলে জানান ক্রেতারা।
গতকাল জামালখান প্রেসক্লাবের সামনে ট্রাক থেকে বেসরকারি ব্যাংকের গার্ড রফিকুল ইসলাম রমজানের খেজুর, ছোলা, তেল, পেঁয়াজ ও ডাল নিয়ে অনেক খুশি। তিনি জানান, আমাদের পাশের দোকান থেকে অনেক কম দামে এখানে পেলাম। তবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়।

পূর্ববর্তী নিবন্ধমৃত্যুতে নতুন রেকর্ড
পরবর্তী নিবন্ধবন্দর হাসপাতালেও মিলবে করোনার টিকা