গ্রিজম্যানের ৩ সন্তানের জন্মদিন একই

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১০ এপ্রিল, ২০২১ at ৭:২২ পূর্বাহ্ণ

তিন সন্তানের প্রত্যেকের জন্মদিন আলাদা করে মনে রাখতে হবে না বার্সেলোনা ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজম্যানকে। তিন জনেরই জন্ম যে একই তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন তো মজা করে লিখেছেন, একাধিক জন্মদিনের পার্টির খরচ বেঁচে গেল গ্রিজম্যানের। গ্রিজম্যান ও এরিকা দম্পতির তৃতীয় সন্তান পৃথিবীর আলোয় এসেছে গত বৃহস্পতিবার। বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন এই খবর। এই দম্পতির প্রথম সন্তান মিয়ার জন্ম হয় ২০১৬ সালের ৮ এপ্রিল। তিন বছর পর ২০১৯ সালে একই তারিখে পৃথিবীর আলোয় আসে দ্বিতীয় সন্তান আমারো। গ্রিজম্যানের তিন সন্তানের জন্মদিন একই তারিখে হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রসিকতা করছেন অনেকে। একজন যেমন টুইট করেছেন, তার জন্য ভালো, কেবল দুটি জন্মদিন মনে রাখতে হবে। ৮ এপ্রিল ও তার স্ত্রীর।

পূর্ববর্তী নিবন্ধপেলের নামে হচ্ছে না মারাকানা স্টেডিয়াম
পরবর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল ঘোষণা