সাতকানিয়ায় ৩৫ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সাতকানিয়া সদর ইউনিয়নের ছোট বারোদোনা করিম মার্কেট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো শফিকুর রহমান (৬০), শাহাদাত হোসেন (২৮) ও জসিম উদ্দিন (২৯)। শফিকুর রহমান ছোট বারোদোনা এলাকার মৃত আবদুস সামাদের পুত্র, শাহাদাত হোসেন বাঁশখালীর পশ্চিম চাম্বল এলাকার মৃত ছালেহ আহমদের পুত্র এবং জসিম উদ্দিন একই এলাকার হাবিব উল্লাহর পুত্র।
পুলিশ জানায়, ঘটনার দিন রাতে এলাকার লোকজন ছোট বারোদোনা করিম মার্কেট এলাকা থেকে ৫০০ টাকার ৭০টি জাল নোটসহ তিনজনকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত শফিকুর রহমান জাল টাকা চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় জাল টাকা সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। জাল টাকা উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের গতকাল আদালতে হাজির করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।











