হালিশহরে গৃহবধূর আত্মহত্যা

আজাদী প্রতিবেদন | শনিবার , ১০ এপ্রিল, ২০২১ at ৬:২৮ পূর্বাহ্ণ

নগরীর হালিশহরে লিজা আক্তার (১৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার বিকাল চারটার দিকে খালপাড় এলাকায় এঘটনা ঘটে। নিজ রুমে গামছার সাহায্যে গলায় ফাঁস দিয়ে লিজা আত্মহত্যা করে। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই শিলাব্রত বড়ুয়া আজাদীকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। লিজা খালপাড় এলাকার শাহীন উদ্দিনের স্ত্রী।
লিজা আক্তারের দেবর মো. আলাউদ্দিন আজাদীকে বলেন, চার পাঁচ মাস আগে লিজা আক্তারের সাথে আমার ভাই শাহীন উদ্দিনের বিয়ে হয়। বেশ কিছু দিন ধরে তাকে অন্য মনস্ক দেখাচ্ছিল। কারো সাথে তেমন কোনো কথা বলতো না। দেখে মনে হতো কোনো একটি বিষয় নিয়ে খুব টেনশন করছে। এর মধ্যে শুক্রবার আসরের সময় গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। এ সময় আমার ভাই ঘরে ছিল না। সে বাহিরে ছিল। এক পর্যায়ে আমরা দরজা খুলে তার ঝুলন্ত লাশ দেখতে পায় এবং সেখান থেকে তাকে উদ্ধার করি। একপর্যায়ে হাসপাতালে নিয়ে যায়।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এখনো নিশ্চিত করে কিছুই বলতে পারছি না। বিষয়টি আমরা দেখছি। আত্মহত্যা হয়ে থাকলে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে ক্ষেতেই নষ্ট হচ্ছে ফল
পরবর্তী নিবন্ধশিক্ষকের ছবি তুলে প্রতারণা, গ্রেফতার ২