হাটহাজারীর গুমানমর্দ্দন ইউনিয়নে নাহার হ্যাচারি নামে একটি মাছের প্রকল্পে দূষিত বর্জ্য পদার্থ ফেলার কারণে প্রায় ১৫ লাখ টাকার ৪শ’ মণ মাছ মারা যাওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় প্রকল্পের মালিক নূর উদ্দিন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিবরণে জানা যায়, একই ইউনিয়নের কাটাখালীর কুল রাজা মিয়া চৌধুরী বাড়ি নিবাসী ইউনুস মিয়ার পুত্র নূর উদ্দিন গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের উত্তর পাশে ৪ হেক্টর জমিতে ৯ বছরের চুক্তিতে জমির মালিকদের কাছ থেকে মাছের প্রকল্প ভাড়া নিয়ে মাছের চাষ করে আসছিলেন।
এতে করে বেকার এই যুবকের কর্মসংস্থানের পাশাপাশি পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরে আসে। সর্বোপরি এলাকায় মাছের চাহিদাও পূরণ হতে থাকে।
গত কয়েক দিন পূর্বে কিছু লোক তার মাছের প্রকল্পে দূষিত বর্জ্য পদার্থ ফেলার কারণে তার মৎস্য প্রকল্পের প্রায় ৪শ’ মণ মাছ মারা যায় যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
ঘটনার পর পর বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানকে অবহিত করা হলে তিনি মৎস্য প্রকল্প পরিদর্শন করে সত্যতা নিশ্চিত হন।
পরে এ ব্যাপারে প্রকল্পের মালিক বিস্তারিত লিখে থানায় অভিযোগ দায়ের করেন।