করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুলের সাথে মতবিনিময় করেছেন গাউছিয়া কমিটি ও স্বেচ্ছাসেবক টিমের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার পটিয়া পৌরসভা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ বলেন, করোনাকালিন স্বেচ্ছাসেবক টিম অসাম্প্রদায়িক চেতনায় করোনায় মৃত্যু ব্যক্তির দাফন কাফন ও সৎকার এবং করোনা উপসর্গে শ্বাসকষ্টে ফ্রি অক্সিজেন ও এ্যাম্বুলেন্স সেবা প্রদান করে মানবতার সেবায় উজ্জল দৃষ্টান্ত রেখেছেন। বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় গাউছিয়া কমিটি যেকোন কাজ করতে প্রস্তুত রয়েছে। এ বিষয়ে পৌরসভার পক্ষ থেকে গাউছিয়া কমিটিকে সার্বিক সহযোগীতা করার অনুরোধ জানান নেতৃবৃন্দ। মেয়রের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগীতার আশ্বাস দেয়া হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি মাহবুবুল আলম চেয়ারম্যান, সিনিয়র সহ সভাপতি ডা. আবু ছৈয়দ, স্বেচ্ছাসেবক টিমের সচিব ইছহাক আল কাদেরী, টিম সদস্য নুরুল আবছার, আবুল কাসেম মাস্টার, আবু নোমান ফারুকী, আশরাফ আলী চৌধুরী আশিক, আজমগীর, জাওয়াদুল ইসলাম ফারুকী, রিদুয়ানুল ইসলাম ফারুকী রিমু, আরমানুজ্জামান ফারুকী রিমু, আরমানুজ্জামান ফারুকী, ফরমান, জামাল, আবুল কালাম, জামাল উদ্দিন, মাওলানা ইছহাক আল কাদেরী।