বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব আল্লামা মামুনুর রশীদ নূরী বলেছেন, রমজান মাসে তারাবিহর নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হযরত ওমর ফারুকের (রা.) যুগে নিয়মতান্ত্রিকভাবে তারাবিহর নামাজ পড়ার প্রচলন ঘটে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা অনেকে তারাবিহর নামাজ গুরুত্বহীনতার সঙ্গে আদায় করে থাকি। কার আগে কে শেষ করতে পারে, কে কত দ্রুত পড়তে পারে সেটাই বড় হয়ে দাঁড়ায়। এ ক্ষেত্রে কুরআন তেলাওয়াতের সাধারণ নিয়মাবলী ও আদবের প্রতি লক্ষ্য রাখা যায় না। এমনকি কেরাতের শেষের দু’একটি শব্দ ছাড়া মুসল্লিরা আর কিছু বুঝতে পারে না। সম্প্রতি ফলমণ্ডি ব্যবসায়ী যুব সমাজের উদ্যোগে রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কলোনি জামে মসজিদে অনুষ্ঠিত মাহফিলে তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কলোনি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মুহাম্মদ শাহাব উদ্দিন শামীম। বিশেষ অতিথি ছিলেন মসজিদের খতিব মাওলানা হাফেজ জমির উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন সৈয়দ জিয়া উদ্দিন সোহেল, মাওলানা মুহাম্মদ আবদুল মালেক, মাওলানা মুহাম্মদ ইয়াকুব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।