লকডাউন চলাকালে রাউজানে কোনো এনজিও ঋণের কিস্তির টাকা আদায় করতে পারবে না বলে জানিয়েছেন ইউএনও জোনায়েদ কবির সোহাগ। গতকাল বুধবার সিএনজি অটোরিঙা চালকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
লকডাউন চলাকালে রাস্তায় সিএনজি অটোরিক্সা বের না করার সিদ্ধান্ত বাস্তবায়নে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে চালকরা জানান, তারা ঋণগ্রস্ত। প্রতি সপ্তাহে এনজিওকে কিস্তির টাকা দিতে হয়। চালকদের বক্তব্যের পর ইউএনও তাদের আশ্বস্ত করেন। তিনি বলেন, যতদিন লকডাউন থাকবে, ততদিন কোনো এনজিও কিস্তির টাকা আদায় করতে পারবে না। এ ব্যাপারে প্রশাসন ব্যবস্থা নেবে।
সভায় আরো বক্তব্য দেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, এসিল্যান্ড অতীশ দশী চাকমা, রাউজান থানার ওসি অপারেশন সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, সাংবাদিক মীর আসলাম ও শফিউল আলম।