লোহাগাড়ায় স্বাস্থ্যবিধি না মানায় ১৩ জনকে ২ হাজার ১৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে উপজেলার পদুয়া তেওয়ারীহাটের বিভিন্ন মার্কেট ও কাঁচাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেল নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব জিতু এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী। সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূঁইয়া, থানার এসআই পার্থ সারথি হাওলাদার, উপজেলা ভূমি অফিসের সমির বরণ চৌধুরী ও নয়ন দাশ। নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবিব জিতু জানান, স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ ও রোগ নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ২৪ ধারায় ১৩ জনকে জরিমানা করা হয়েছে। এছাড়া করোনা ভাইরাসের মহামারি থেকে রক্ষা পেতে সরকার ঘোষিত লকডাউন মেনে চলার আহবান জানান।