গহিরায় আগুনে পুড়ল বসতবাড়ি

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ এপ্রিল, ২০২১ at ১০:৪১ পূর্বাহ্ণ

রাউজানের গহিরায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে গেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পৌরসভার ৩নং ওয়ার্ডের বিশ্বাস বাড়ির রতন চৌধুরীর ঘরে বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। হঠাৎ আগুন দেখে পরিবারটি প্রাণে বাঁচলেও উদ্ধার করতে পারেনি কিছুই। রাউজান ফায়ার সার্ভিসের টিম লিডার কাউছার আহমেদ বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। এদিকে অগ্নিদুর্গত পরিবারকে ২৫ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। গতকাল রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষে এই সহায়তা দেন তিনি। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে দুই বান ঢেউটিন দেয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সহায়তা প্রদানকালে স্থানীয় পৌর কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল, যুবলীগ নেতা আজাদ খান, সাবের হোসেন, বেলাল উদ্দিন, তানভীর চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান, নাছির উদ্দিন, মঈনুদ্দিন চিশতী প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু করোনা কুইক রেসপন্স টিমের সুরক্ষা সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি