‘হ্যারি পটার’খ্যাত অভিনেতার মৃত্যু

| বৃহস্পতিবার , ৮ এপ্রিল, ২০২১ at ১০:৩০ পূর্বাহ্ণ

দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে ভুগছিলেন হলিউড অভিনেতা পল রিটার। শেষ রক্ষা আর হলো না। মাত্র ৫৪ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি। সোমবার সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। পলের মুখপাত্র তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। খবর বাংলানিউজের।
এক বিবৃতিতে বলা হয়, পল ব্যতিক্রমী প্রতিভার অধিকারী একজন অভিনেতা ছিলেন। অসাধারণ দক্ষতার সঙ্গে মঞ্চ এবং পর্দায় অভিনয় করেছেন তিনি। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে পরিবারের কাছে থাকা অবস্থাতেই পল রিটারের মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় তার পাশে স্ত্রী ও সন্তানেরা ছিলেন।
পল রিটারের জন্ম যুক্তরাজ্যে। বড় পর্দা ছাড়াও টেলিভিশনে অভিনয় করে জনপ্রিয় ছিলেন। মঞ্চেও ছিল পদচারণা। তিনি ২০১১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত প্রচারিত ব্রিটিশ টেলিভিশন সিরিজ ‘ফ্রাইডে নাইট ডিনার’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
‘হ্যারি পটার এবং হাফ ব্লাড প্রিন্স’ সিনেমায় অভিনয় করে খ্যাতি পেয়েছেন এই অভিনেতা। এছাড়া ‘জেমস বন্ড’ সিরিজের ‘কোয়ান্টাম অব সোলস’-এ অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন। তার মৃত্যুতে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধকরোনাক্রান্ত কবরী হাসপাতালে ভর্তি
পরবর্তী নিবন্ধশব্দ সৈনিক ইন্দ্রমোহন রাজবংশী আর নেই