হাটহাজারীতে পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধভাবে স্থাপিত করাতকল বন্ধ করে দেওয়া হয়েছে। গত সোমবার বন বিভাগ অভিযান পরিচালনা করে অবৈধভাবে স্থাপিত করাতকলটি বন্ধ করে দেন। এদিকে কাটিরহাটের পশ্চিমে অর্ধ কিলোমিটারের মধ্যে এবং নাজিরহাট মহাসড়ক সংলগ্ন বালুরটাল নামক স্থানে অবৈধভাবে পরিবেশ আইন লঙ্ঘন করে আরো দুইটি করাতকল স্থাপনের পাঁয়তারা চলছে বলে অভিযোগ রয়েছে। বন বিভাগের হাটহাজারী রেঞ্চ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফজলুল কাদের চৌধুরী জানান, হাটহাজারীর ১নং ফরহাদাবাদ ইউনিয়নের মুহুরীপাড়ার পূর্ব পাশ্বে নাজিরহাট মহাসড়ক সংলগ্ন এলাকায় পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধভাবে স্থাপিত একটি করাতকল গত সোমবার অভিযান পরিচালনা করে বন্ধ করে দেওয়া হয়েছে।
যদি আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেন তাহলে মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি গণমাধ্যমকে জানান। এদিকে আরো দুইটি করাতকল স্থাপনের বিষয়ে জানতে চাইলে তিনি এ ব্যাপারে অবগত নয় বলে উল্লেখ করে যদি কেউ বন আইন লঙ্ঘন করে কিছু করে এ জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।