ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল ) ১৮ শ কোটি টাকা ফেরত আনার চেষ্টায় ১২৯ জন ঋণ খেলাপিকে তলব করেছে হাই কোর্ট। আগামী ২৪ ও ২৫ মে বেলা সাড়ে ১০টায় তাদের সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে; এই খেলাপিদের মধ্যে পলাতক প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারও রয়েছেন। আইএলএফএসএল থেকে নেওয়া ঋণ কখন তারা ফেরত দিতে পারবেন, হাজির হয়ে সে ব্যাখ্যা তাদের দিতে হবে এবং অবশ্যই একটি নির্দিষ্ট তারিখ উল্লেখ করতে হবে, যে তারিখের মধ্যে তারা সে ঋণ পরিশোধ করবেন। সেই সঙ্গে ঋণ পরিশোধের জন্য হাজিরার দিন তাদের একটি কিস্তি-পরিকল্পনাও নিয়ে আসতে বলা হয়েছে; যাতে সুবিধাজনক সময়ের মধ্যে তারা পর্যায়ক্রমে ঋণ পরিশোধ করতে পারেন। খবর বিডিনিউজের।
আইএলএফএসএল -এর আবেদনের শুনানি নিয়ে হাই কোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের কোম্পানি বেঞ্চ গত ১৬ মার্চ এ আদেশ দেয়। সোমবার আদেশটি প্রকাশের পর বুধবার তা সাংবাদিকদের হাতে এসেছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইএলএফএসএল -এর আইনজীবী মাহফুজুর রহমান মিলন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এই খেলাপিরা আর্থিক এ প্রতিষ্ঠান থেকে ১৮ শ কোটি টাকা ঋণ নিয়েছেন।