সুতরাং আমার নিকট থেকে কবুল করে নাও। নিঃসন্দেহে তুমিই হও শ্রোতা, জ্ঞাতা।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:৩৫) সূরা আ-ল-ই ‘ইমরান’।
লোকে জিজ্ঞাসা করিল- ইয়া রাসূলুল্লাহ (সাাঃ)! কোন দোয়া কবুল হয়? তিনি বলিলেন- গভীর রাতের দোয়া এবং ফরজ নামাজ অন্তে যে দোয়া করা হয়।
– আল-হাদিস (তিরমিজী)।
ভালো কাজ বপন কর, আর এতে করে সুখ স্মৃতির উদ্ভব হবে।
– ম্যাডন ডি স্টেইল।