৭৮৬

| বৃহস্পতিবার , ৮ এপ্রিল, ২০২১ at ৬:৫৭ পূর্বাহ্ণ

সুতরাং আমার নিকট থেকে কবুল করে নাও। নিঃসন্দেহে তুমিই হও শ্রোতা, জ্ঞাতা।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:৩৫) সূরা আ-ল-ই ‘ইমরান’।

লোকে জিজ্ঞাসা করিল- ইয়া রাসূলুল্লাহ (সাাঃ)! কোন দোয়া কবুল হয়? তিনি বলিলেন- গভীর রাতের দোয়া এবং ফরজ নামাজ অন্তে যে দোয়া করা হয়।
– আল-হাদিস (তিরমিজী)।

ভালো কাজ বপন কর, আর এতে করে সুখ স্মৃতির উদ্ভব হবে।
– ম্যাডন ডি স্টেইল।

পূর্ববর্তী নিবন্ধসরকারি প্রকল্পের দোহাই দিয়ে অবাধে বালু উত্তোলন
পরবর্তী নিবন্ধবন্দরের তহবিল থেকে ১ শতাংশ সিটি কর্পো.’কে দেওয়ার সিদ্ধান্ত প্রশংসাযোগ্য