নগরীর বাইরে যাত্রী পরিবহন ও বেশি ভাড়া আদায়

৬ বাস চালককে জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ এপ্রিল, ২০২১ at ৬:৪৭ পূর্বাহ্ণ

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সিটি কর্পোরেশনের বাইরে বাস চালানো, অতিরিক্ত যাত্রী পরিবহন এবং বেশি ভাড়া আদায় করায় ৬ চালককে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত নগরীর জিইসি মোড়, মুরাদপুর ও শাহ আমানত ব্রিজ এলাকায় এসব অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। জেলা প্রশাসন জানায়, লকডাউনে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও সরকারি নির্দেশে গতকাল বুধবার থেকে তা পুনরায় চালু হয়।
শুধুমাত্র নগরীতেই গণপরিবহন চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক আজাদীকে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী মহানগর এলাকায় গণপরিবহন চলাচল করার কথা থাকলেও সরজমিনে দেখা গেছে, কিছু চালক সরকারি নির্দেশনা উপেক্ষা করে মহানগরীর বাইরে বিভিন্ন জেলা উপজেলায় যাত্রী পরিবহন করছেন। এছাড়া অতিরিক্ত যাত্রী পরিবহন ও বেশি ভাড়া নেয়ার অভিযোগও পাওয়া যায়। এসব কারণে ৫ বাস ড্রাইভার ও এক মিনি বাস ড্রাইভারকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মাস্ক না পরায় ১০ যাত্রীকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি রক্ষায় তৃতীয় দিনের মতো নগরীর বিভিন্ন স্পটে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের আরও ৬ নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা অভিযান চালিয়েছেন এ কে খান ও সিটি গেট এলাকায়। স্বাস্থ্যবিধি অমান্য করায় তিনি ১ জনকে ৫০০ টাকা জরিমানা করেন। আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা। স্বাস্থ্যবিধি অমান্যসহ বিভিন্ন অপরাধে তিনি ৫ জনের বিরুদ্ধে ৫টি মামলা দিয়ে ২২০০ টাকা জরিমানা আদায় করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান নগরীর কাজীর দেউড়ী, চকবাজার ও প্রবর্তক মোড় এলাকায় অভিযান চালান। তিনি ৪টি মামলা দায়ের করে ২৭০০ টাকা জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে ২টি মামলায় ৫০০০ টাকা জরিমানা আদায় করেন। অঙিজেন মোড় এলাকায় অভিযান পরিচালনাকালে ৭টি মামলা দায়ের করে ৬৪০০ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন নগরীর কর্ণফুলী ব্রিজ ও বহদ্দারহাট এলাকায় অভিযান পরিচালনা করেন। তিনি ৬ জনের বিরুদ্ধে ৬টি মামলা দায়ের করেন এবং ২৩০০ টাকা জরিমানা আদায় করেন।

পূর্ববর্তী নিবন্ধ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী আটক
পরবর্তী নিবন্ধবাড়ছে টিসিবির ন্যায্যমূল্যের পণ্যের ট্রাকের সংখ্যা