বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের শুটিংয়ের স্কীট ইভেন্টে স্বর্ণপদক লাভ করেছে চট্টগ্রাম। এ ইভেন্টে ঐতিহ্যবাহী চট্টগ্রাম রাইফেল ক্লাবের পক্ষে স্বর্ণ জেতেন নুরুদ্দিন সেলিম। এতে রৌপ্য পদক জয় করেন সাব্বির হোসেন ও ব্রোঞ্জ পদক পান দিনাজপুর ৬ আসনের এমপি শিবলি সাদিক। এছাড়া ৫০ মি. পুরুষ ইভেন্টে ব্রোঞ্জ পদক লাভ করেন চট্টগ্রাম রাইফেল ক্লাবের শোভন চৌধুরী। এতে স্বর্ণপদক জয় করেন আবদুল্লাহ হেল বাকি এবং রৌপ্য পদক পান রবিউল ইসলাম টমাস।