করোনায় একদিনে রেকর্ড মৃত্যু ৬৬

আজাদী অনলাইন | মঙ্গলবার , ৬ এপ্রিল, ২০২১ at ৪:২৬ অপরাহ্ণ

করোনায় একদিনে মৃত্যুর রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ৩৮৪ জনে দাঁড়িয়েছে। এর আগে করোনায় দেশে এত মৃত্যু দেখা যায়নি। গত বছরের ৩০ জুন মারা যায় ৬৪ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২১৩ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৫১ হাজার ৬৫২ জনে পৌঁছেছে। মঙ্গলবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৬৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫৮ হাজার ৩৮৩ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষাও হয়েছে সবচেয়ে বেশি, ৩৪ হাজার ৩১১ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২১ দশমিক শূন্য ২ শতাংশ।

এর আগে সোমবার (৫ এপ্রিল) দেশে ৭ হাজার ৭৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৫২ জন।গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। গত বছরের মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে।

পূর্ববর্তী নিবন্ধলকডাউনে খোলা খাবারের দোকান, একে খান এলাকায় জরিমানা
পরবর্তী নিবন্ধকাল থেকে গণপরিবহন চলবে সিটির ভেতর